সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের

সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১০:৫৫ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ১০:৫৯
দেশে সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ এবং তাদের উপাসনলয় ও বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের যেকোনো ঘটনায় সরকার তদন্ত ছাড়াই আমাদের দায়ী করে। জামায়াত শিবিরের কর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন চালায়। কিন্তু পরে ঠিকই আওয়ামী লীগের সম্পৃক্ততা উদ্ঘাটিত হয়।
তিনি আরও বলেন, গত ১২ বছর ধরে দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ভূলুণ্ঠিত। দুর্নীতিতে অর্থনীতি বিপর্যস্ত। প্রশাসনে শৃঙ্খল নেই। শুধু ভোটাধিকার হরণ নয় নির্বাচন ধ্বংস করা হয়েছে। বিরোধী দলগুলোর রাজনৈতিক সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নাগরিকের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
গত কয়েক বছরের ১৭টি সাম্প্রদায়িক সন্ত্রাসের উদাহরণ দিয়ে এটিএম মাছুম বলেন, সবকটিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জড়িত। কুমিল্লা মন্দিরে হামলা যুবলীগ কর্মীদের কাজ। রংপুরে হিন্দু পল্লীতে হামলায় ছাত্রলীগ নেতা জড়িত। অতীতে নাসিরনগরের ঘটনায় জামায়াতকে দায়ী করা হয়েছিল। কিন্তু পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম এসেছে চার্জশিটে।
এসময় তদন্ত ছাড়া বিরোধী দলকে দায়ী করে মামলা বন্ধ করা, নিরপক্ষে তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা, সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করা, তাদের উপাসনলয় ও বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানায় জামায়াত।
সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।
- বিষয় :
- সংখ্যালঘু
- জামায়াতে ইসলামী
- রাজনীতি
- আওয়ামী লীগ