ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

শিগগির রাজপথের আন্দোলনে যাবে বিএনপি: নজরুল ইসলাম খান

শিগগির রাজপথের আন্দোলনে যাবে বিএনপি: নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৪৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:০২

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিএনপি শিগগির রাজপথের আন্দোলনে যাবে বলে সরকারের প্রতি হুঁশিরারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নিপুণ রায় চৌধুরীসহ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাম্প্রদায়িক উসকানিদাতা কেরানীগঞ্জ মডেল থানার ওসি আব্দুস সালামের শাস্তির দাবিতে’ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছি- আমরা খুব শিগগিরই এ ব্যাপারে আন্দোলনে যাব। রাজপথে আসব। আর আমরা দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তিসহ সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা গরিব মানুষকে রক্ষা করার জন্য দ্রব্যমূল্য রোধে আন্দোলন করি।

তিনি আরও বলেন, এই আন্দোলন আমাদের জন্য খুবই দরকার। মানুষ কষ্ট পাচ্ছে। আর মানুষের কষ্ট দূর করাই রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। ক্ষমতায় যাওয়া আসা-যাওয়ার কিছু যায় আসে না। এ দেশ কোটি কোটি বছর থাকবে। আমাদের দল কোটি কোটি বছর থাকবে। লক্ষ লক্ষ বার আমরা ক্ষমতায় আসব। আবার লক্ষ লক্ষ বার হয়তো পরাজিতও হব। এতে কিছু আসে যায় না। কিন্তু জনগণের স্বার্থ রক্ষায় দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে কারারুদ্ধ ও অসুস্থ। তাকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে আমাদের মাঝে নিয়ে আসতে হবে। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা ছাড়া এর কোনোটাই সম্ভব হবে বলে মনে হয় না। সেই কারণেই গণতন্ত্র প্রতিষ্ঠার করার যে লড়াই, সেই লড়াই জোরদার করার জন্য দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনসহ সবার কাছে অনুরোধ করছি, আসুন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করি।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×