ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

লবিস্ট নিয়োগ করে বৈতরণী পার হওয়া যাবে না: জোনায়েদ সাকি

লবিস্ট নিয়োগ করে বৈতরণী পার হওয়া যাবে না: জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৩২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৩২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকারের পতন ও ভোটাধিকার রক্ষার জন্য সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। লবিস্ট নিয়োগ করে সরকার বৈতরণী পার হতে পারবে না।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি এ কথা বলেন। রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর এক বছর পূর্তিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

জোনায়েদ সাকি বলেন, মুশতাক আহমেদের শাহাদতবরণ সারাদেশের মানুষের মধ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের শক্তি হয়ে উঠছে। যার যার অবস্থান থেকে রাজপথে নামতে হবে। সব সংগ্রামকে এই সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁঁইয়া, অঞ্জন দাস, জুলহাসনাইন বাবু প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

×