ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক সেমিনারে বক্তারা

দক্ষিণ এশিয়ার বাম দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে

দক্ষিণ এশিয়ার বাম দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১০:২৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১০:২৪

দক্ষিণ এশিয়ার বাম দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করছেন দেশ-বিদেশের বিভিন্ন বাম সংগঠনের জ্যেষ্ঠ নেতারা। তাদের মতে, অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি এখন নিজেদের মধ্যে ঐক্য সমুন্নত করার প্রক্রিয়া জোরদার করা জরুরি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে 'দক্ষিণ এশিয়ায় কমিউনিস্ট আন্দোলন: সংকট, সম্ভাবনা ও করণীয়' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তারা এসব কথা বলেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রথম কংগ্রেস উপলক্ষে এর আয়োজন করা হয়।

বাসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদ্য সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, সমকালের উপসম্পাদক আবু সাঈদ খান, শ্রীলঙ্কার বাম নেতা বিমল রত্নায়েক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আন্তর্জাতিকতাবাদের চিন্তা থেকে আঞ্চলিক সহযোগিতাকে বৃদ্ধি করতে হবে। ভৌগোলিক অবস্থানের কথা চিন্তা না করে সমাজতান্ত্রিক আন্দোলন এবং শ্রেণি-সংগ্রামের কথা ভাবতে হবে। এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে পারলে তা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।

সাইফুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে শ্রেণিশক্তিকে যেমন সংগঠিত করতে হবে, পাশাপাশি বাম প্রগতিশীল শক্তি, দেশপ্রেমিকদের অধিকার আদায়ের আন্দোলনে একত্রিত করতে হবে। ফ্যাসিবাদবিরোধী লড়াই শুধু গদি পরিবর্তনের লড়াই নয়, এটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং শ্রমিক-কৃষক-মজুরের অধিকার আদায়ের লড়াই। যদি মনে করেন যে, এই লড়াই বিএনপি বা অন্য কোনো দল লড়বে, তাহলে বাম দলগুলো জনগণের সামনে আসতে পারবে না। তাই বাম দলগুলোকে একত্রিত হয়ে এই লড়াই করতে হবে।

আনু মুহাম্মদ দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট আন্দোলনের সমস্যা ও সংকট তুলে ধরেন। সম্ভাবনা ও করণীয় সম্পর্কে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার বাম দলগুলোকে নিয়ে একটি সংহতি গড়ে তোলা প্রয়োজন। শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ কিংবা পাকিস্তান- কোনো দেশেই বিপ্লবী আন্দোলন নিজে নিজে অগ্রসর হতে পারবে না, যদি পুরো দক্ষিণ এশিয়ার বাম দলগুলোর মধ্যে সংহতি ও ঐক্য তৈরি না হয়। এ সময় তিনি এসব দেশের বাম দলগুলোকে নিয়ে 'ফ্রি সোশ্যালিস্ট ইউনিয়ন অব সাউথ এশিয়া' গঠনের প্রস্তাব দেন।

আবু সাঈদ খান বলেন, শত প্রতিকূলতার মুখেও লাতিন আমেরিকায় পরিবর্তনের হাওয়া বইছে; কিন্তু দক্ষিণ এশিয়ায় এখনও ভাটার টান। ভারতের পশ্চিমবঙ্গে কমিউনিজমের যে দুর্গ ছিল, সেটিও ভেঙে গেছে। তবে হিমালয়ের দেশ নেপালে শত প্রতিকূলতা সত্ত্বেও বাম দলগুলো শক্তিশালী। পঞ্চাশের দশক, ষাটের দশক এমনকি নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনেও বাম দলগুলো ভূমিকা রেখেছিল। বর্তমানে বাম দলগুলো বিভক্ত হয়ে পড়ছে। এই বিভক্তির কারণগুলো অনুসন্ধান করা দরকার।

তিনি বলেন, স্বকীয় ধারায় আন্দোলন করে কোনো আন্দোলন সফল করে তার সুফল কীভাবে নিজেদের করে নেওয়া যায়, এটি নিয়েও ভাবতে হবে। বামদের বিভিন্ন আন্দোলনের সুফল ভোগ করেছে অন্য কোনো গোষ্ঠী। তিনি বলেন, বাম দলগুলোর মধ্যে এখন প্রয়োজন ঐক্য। একই পতাকাতলে তাদের সমবেত হতে হবে। বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামেই শুধু নয়, নিজেদের মধ্যে ঐক্য প্রক্রিয়া জোরদার করতে হবে।

আরও পড়ুন

×