জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে: গণফোরাম

জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম একাংশের কেন্দ্রীয় কমিটির সভা-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১০:২৬ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১০:২৬
গণতন্ত্রমনা অসাম্প্রদায়িক জাতীয় ঐক্যের শক্তি গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম। দলটির নেতারা বলেছেন, জাতীয় ঐক্য গড়ে আমরা রাজপথে থাকব এবং আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম একাংশের আয়োজিত কেন্দ্রীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন।
গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি পণ্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে, নিম্ন-মধ্যবিত্তের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। এই সরকার কালোবাজারি মুনাফাখোর দুর্নীতিবাজ সিন্ডিকেটকে দমন না করে একেবারেই নির্বিকার। বরং জনগণের পক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল করলে লাঠিপেটা করা হচ্ছে, গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে। এ সরকার জনগণের সরকার নয়।
তিনি বলেন, সরকার চাণৈক্য কৌশলে আমলানির্ভর নির্বাচন কমিশন গঠন করেছে। এসব আমলার অধিকাংশই সরকারের আজ্ঞাবহ, বিশ্বস্ত এবং সরকারি নির্দেশে কাজ করতে অভ্যস্ত। সরকারের বিশেষ সুবিধাভোগী। নির্বাচনকালীন সময় দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ বা কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি, হবে না। নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক তারা কার্যত কিছুই করতে পারেনি। সেজন্য দেশে আজ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহসীন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য ফজলুল হক সরকার, রতন ব্যানার্জী, মেজর (অব.) আসাদুজ্জামান বীরপ্রতিক, আতাউর রহমান, আব্দুল হাসিব চৌধুরী, খান সিদ্দিকুর রহমান, আবুল হাসনাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক প্রমুখ।
- বিষয় :
- জাতীয় ঐক্য
- গণফোরাম