ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

বিএনপির বিক্ষোভ কর্মসূচি

পথে পথে হামলা, পুলিশের বাধা

পথে পথে হামলা, পুলিশের বাধা

পটুয়াখালীর দুমকীতে সংঘর্ষের একপর্যায়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন যুবলীগের নেতাকর্মীরা - সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১৪:৩৮

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির উপজেলা পর্যায়ের বিক্ষোভ সমাবেশে শনিবার কয়েকটি স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এ ছাড়া একাধিক জায়গায় পুলিশও বাধা দিয়েছে। পটুয়াখালীর দুমকীতে বিএনপি ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধা এবং ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন দলের কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিস্তারিত প্রতিনিধিদের প্রতিবেদনে :

দুমকী রণক্ষেত্র, আহত ৩০: পটুয়াখালীর দুমকীতে বিএনপি ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। দফায় দফায় সংঘর্ষকালে ইটপাটকেল নিক্ষেপ ও বিএনপির কার্যালয়ে হামলা করে ভাঙচুর করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং দলীয় আসবাবপত্র। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ৩০ নেতাকর্মী আহত হন।

গুরুতর আহতদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাওলাদার, ফারুক হাওলাদার, যুবদলের সদস্য সচিব রিপন শরীফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম হাওলাদার ও শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেনকে বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মসূচিতে অংশ নিতে বিএনপির শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন এবং বিক্ষোভ করেন। এ সময় সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ-ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। একপর্যায়ে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় যুবলীগের কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুমকী উপজেলা বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবলীগের 'সন্ত্রাসী বাহিনী' অতর্কিতে হামলা চালায়। এতে তাদের ২৫-৩০ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে ৮-১০ জনের অবস্থা গুরুতর।

তবে দুমকী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন বলেন, বিএনপির 'সন্ত্রাসীরা' তাদের মিছিলে হামলা চালায়। তারা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেননি।

লৌহজংয়ে পুলিশের লাঠিচার্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে ঘোড়দৌড় বাজারে দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বাগ্‌বিতণ্ডা হয়। একই দাবিতে জেলার শ্রীনগর ও সিরাজদীখান উপজেলায়ও সমাবেশ করেছে বিএনপি।

লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে লাঠিচার্জ করে। পুলিশ এক বিএনপি কর্মীকে থানায় নিয়ে গেছে। লৌহজং থানার ওসি আবদুল্লাহ আল তায়াবী বলেন, সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে যান চলাচলে বাধা ও রাস্তা র‌্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালায়। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয়।

হাতীবান্ধায় ধাওয়া-পাল্টা ধাওয়া: লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব নোমান, বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক রশিদুল হক, হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলামসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাতীবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা সদরের হাজীপাড়া এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। পুলিশের বাধার মুখে তারা ওই স্থানেই সমাবেশ করে। একই সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে মেডিকেল মোড় এলাকায় দু'পক্ষই মারমুখী হয়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে দু'পক্ষকে সরিয়ে দেয়।

শৈলকুপায় হামলা-ভাঙচুর: ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হন বলে জানা যায়।

শৈলকুপা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ঠান্ডু বলেন, সমাবেশ শুরু হওয়ার আগমুহূর্তে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী-সমর্থকরা তাদের সভাস্থলে হামলা ও ভাঙচুর করে। এ সময় তিনি ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক আকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল আহত হন। তবে উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা দাবি করেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ হামলার ঘটনা ঘটেছে।

ধামরাইয়ে পুলিশের বাধা: ঢাকার ধামরাই উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সকালে ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ধামরাই পৌর এলাকার কিষাণ কোল্ডস্টোরেজের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সীমা সিনেমা হলের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে সেখানেই পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ হয়।

বগুড়ার শেরপুরেও পুলিশের বাধা: বগুড়ার শেরপুর শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলটির নেতারা।

আরও পড়ুন

×