সারাদেশের মতো চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোতে সাড়ে ৩ লাখের বেশি মানুষ পাবেন গণটিকার দ্বিতীয় ডোজ। বৃহস্পতিবার সকাল থেকে নির্ধারিত বুথ ও কেন্দ্রগুলোতে শুরু হয়েছে টিকার এ কার্যক্রম।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গণটিকার আওতায় উপজেলা পর্যায়ে ২০০ ইউনিয়নে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে দেড় হাজার মানুষ করোনার টিকা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর যারা প্রথম ডোজ নিয়েছিলেন শুধু তাদেরই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, নগরের ৪১ ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রতি ওয়ার্ডে তিনটি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজের টিকা নিতে বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ছিল ভিড়।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গণটিকাদান কার্যক্রমে চট্টগ্রামের ৩ লাখ ৪৭ হাজার ৪১৮ জনকে সিনোফার্মের প্রথম ডোজ দেওয়া হয়। এর মধ্যে মহানগরে ৬০ হাজার ৭০২ এবং উপজেলা পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৭১৬ জন প্রথম ডোজ টিকা পেয়েছেন।