চট্টগ্রামে ভাংচুর ও নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ ও সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিন শেষে তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

অন্যদিকে নগরের কাজীর দেউড়ির মোড়ে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ ঘিরে গত ২৯ মার্চ সংঘর্ষের মামলায় মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ ৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

জামিন পাওয়া অন্যরা হলেন- খুলশী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু, মহানগর যুবদলের সহ সভাপতি আজমল হুদা রিংকু, খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, যুবদল নেতা ইদ্রিছ মিয়া, দেলোয়ার হোসেন শিশির।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া বলেন, ‘দুই আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিন্তু এখানে জামিন পেলেন না। অন্য ৯ আসামিকে জামিন দিয়েছে আদালত।’

এদিকে জমির উদ্দিন নাহিদ ও ইসহাক খানের কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।