- বন্দর নগরী
- চট্টগ্রাম চিড়িয়াখানায় বিলুপ্ত প্রায় সাম্বার পরিবারে নতুন অতিথি
চট্টগ্রাম চিড়িয়াখানায় বিলুপ্ত প্রায় সাম্বার পরিবারে নতুন অতিথি
-samakal-619ba1f04a34e.jpg)
চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার হরিণ পরিবারে নতুন এক শাবকের জন্ম হয়েছে। সোমবার বিকালে শাবকটির জন্ম হয়। শাবকটিসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় সাম্বার হরিণের পরিবারে সদস্য সংখ্যা দাঁড়াল ছয়।
চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ সমকালকে জানান, বর্তমানে শাবকটি ও তার মা সুস্থ আছে। মায়ের সাথে থাকায় এখনও লিঙ্গ নির্ধারণ করা যায়নি। সাধারণত সাম্বার শাবকগুলো ছয় মাস বয়স পর্যন্ত মায়ের সঙ্গে থাকে এবং দুধ পান করে। সাম্বার হরিণ এ উপমহাদেশের সবচেয়ে বড় হরিণ। বর্তমানে এ প্রজাতির হরিণ প্রায় বিলুপ্ত।
প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের হরিণ প্রজাতির মধ্যে সাম্বার এখন বিলুপ্তপ্রায়। একসময় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে প্রচুর দেখা যেত। এখন তা আর চোখে পড়ে না। প্রতিটি সাম্বার হরিণ উচ্চতায় সাড়ে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়। গড় ওজন ১০০ থেকে ৩৫০ কেজি। চিড়িয়াখানায় বাঁচে সর্বোচ্চ ২৮ বছর। এই প্রজাতির গর্ভধারণকাল আট মাস।
দক্ষিণ এশিয়ায় বিচরণকারী এই প্রাণীটি এখন প্রায় বিপন্ন। সাম্বার হরিণ ছাড়াও চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও চারটি মায়া হরিণ ও ২৭টি চিত্রা হরিণ রয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আরেকটি সাম্বার হরিণের জন্ম হয়েছিল।
মন্তব্য করুন