- বন্দর নগরী
- বিলে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ
বিলে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

প্রতীকী ছবি
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দির পাড়াস্থ নুইন্যা-মুইন্যা ব্রিজ সংলগ্ন বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। তবে এর পরিচয় শনাক্ত করতে পারেননি।
স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তাকে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন