শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও ভিসির অব্যাহতির দাবিতে প্রতীকী অনশন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষে নাসিরনগর উপজেলা ছাত্রদল এ প্রতীকী অনশন পালন করে।

আহবায়ক নাসির জমশেদের সভাপতিত্বে  সদস্য সচিব পনি চৌধুরীর সঞ্চালনায় এ কর্মসূচি উপস্থিত ছিলেন-আব্দুল্লাহ আল মামুন,তাকিউল ইসলাম,শরীফ ভূইয়া, তোফায়েল আহমেদ, ফারুক খান, রায়হান মিয়া, পারভেজ মিয়া, রুবেল শাহ, মোজাম্মেল হক সোহাগসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মী।