ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর কোমর থেকে ৩৪টি স্বর্ণের বার উদ্ধার

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর কোমর থেকে ৩৪টি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৭:০০ | আপডেট: ০১ জুন ২০২২ | ০৭:০০

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বারসহ ১৪টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে; যার বাজারমূল্য আনুমানিক তিন কোটি ২০ লাখ টাকা।

বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতে শারজাহ থেকে চট্টগ্রামে আসা এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী মো. সাইফুল ইসলামের কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো কোমরে কালো টেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। সাইফুল ইসলামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।

জানা গেছে, শারজাহ থেকে এক যাত্রী সোনার বার নিয়ে চট্টগ্রামে আসবেন এমন তথ্য পেয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মোবারা খানম গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে শুল্ক গোয়েন্দাদের একটি টিমকে চট্টগ্রামে পাঠান। 

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ জানান, স্বর্ণ আনার ব্যাপারে আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল। সে কারণে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সর্বোচ্চ নজরদারিতে ছিলেন। সব মিলিয়ে তার কাছ থেকে চার কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়। 

সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও পড়ুন

×