- বন্দর নগরী
- তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তি প্রকাশের দাবি বাম জোটের
তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তি প্রকাশের দাবি বাম জোটের

দেশের সাগরের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তিগুলো দেশবাসীর সামনে প্রকাশ করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, দেশের সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদের মালিক এদেশের জনগণ। ফলে এসব সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করেই সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিতে হবে। এর ব্যত্যয় হলে কিংবা জাতীয় স্বার্থবিরোধী কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না।
শুক্রবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
এতে আরও বলা হয়, মার্কিন কোম্পানি এপন মবিলকে গভীর সমুদ্রের ১৫টি ব্লক অনুসন্ধানের দায়িত্ব দেয়ার খবর জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। সমুদ্রসীমা নির্ধারণের দীর্ঘ ১০ বছর অতিবাহিত হওয়ার পরও সাগরের গ্যাস-তেল অনুসন্ধান শুরু করতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা। পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত সমুদ্রসীমানার অদূরে গ্যাস উত্তোলন করলেও আমরা কেন পারিনি- তার কোনো জবাবদিহিতাও সরকারের নেই।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক।
মন্তব্য করুন