জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তিতে স্বল্প সুদে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

২৯ ফেব্রুয়ারি ১৬ । ০০:০০

সমকাল প্রতিবেদক

জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগকারী বস্ত্র ও তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানকে মাত্র ৬ শতাংশ সুদে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক। এ ধরনের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানও এই ঋণ নিতে পারবে। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে 'প্লানেট সল্যুশনস' নামে এ ঋণসেবার উদ্বোধন করা হয়।
বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসি এ কার্যক্রমে কারিগরি সহায়তা দেবে। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, দেশে জ্বালানি সাশ্রয়ী অর্থায়নে প্রথমবারের মতো তারাই বিশেষায়িত এ কার্যক্রম চালু করল। এ ঋণ নিতে কোনো ধরনের জামানতের প্রয়োজন হবে না।
আইএফসি আয়োজিত এক কর্মশালায় নতুন এ ধরনের ঋণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর.এফ. হোসেন, আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ানার, সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়াল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির সদস্য সিদ্দিক জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেপুটি গভর্নর বলেন, জ্বালানি সাশ্রয়ী বিভিন্ন খাতে ঋণ বিতরণ বাড়াতে উৎসাহিত করছে কেন্দ্রীয় ব্যাংক। কম সুদে এ খাতে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন করছে। ব্যাংকগুলোকে উৎসাহ দিতে রেটিংয়ে সবুজ অর্থায়নকে যুক্ত করা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের এমডি বলেন, দেশে প্রথমবারের মতো জ্বালানি সাশ্রয়ী এ ধরনের ঋণ দেওয়া হবে। আইএফসির সহায়তায় চালু করা এ উদ্যোগ সবুজ অর্থায়ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিগগিরই বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী খাতের জন্য কম সুদের আলাদা ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com