সুর-সঙ্গীতের উৎসব

২২ জুন ১৭ । ০০:০০

আল নাহিয়ান

সুর-সঙ্গীতের মূর্ছনায় মাতিয়ে তুলতে আসছে ঈদ। শিল্পী, সঙ্গীত পরিচালক, প্রকাশকরা ব্যস্ত নানা স্বাদের গান, অ্যালবাম ও মিউজিক ভিডিওর প্রকাশনা নিয়ে। প্রকাশনার মাধ্যম বদলে যাওয়ায় এবার ঈদে প্রকাশ পাচ্ছে সর্বাধিক একক গান। সে তুলনায় অ্যালবাম সংখ্যা একেবারেই কম। অ্যালবাম যে ক'টি প্রকাশ পাচ্ছে তার বেশিরভাগ ইপি [তিন গানের অ্যালবাম]। ব্যান্ড ও মিশ্র অ্যালবামের সংখ্যাও হাতেগোনা। একক গান প্রাধান্য পেলেও চাঙ্গা হয়ে উঠছে সঙ্গীতাঙ্গন। এবার দেখে নিই কী থাকছে ঈদ আয়োজনে।
ক্যাসেট-সিডি যুগের অবসান ঘটিয়ে বেশ কিছুদিন ধরে অনলাইনে অ্যালবাম প্রকাশনা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। তাদের ঈদ আয়োজনে থাকছে- ডলি সায়ন্তনীর মিউজিক ভিডিও 'তোকে মনে পড়ে', ন্যান্সির 'কোন মন্তরে', কনার 'বুঝলি না', মিনারের 'আলো নেই আলোতে', তৌসিফের 'তোরে ছাড়া', এফএ সুমনের 'বোঝনা বোঝনা', কাজী শুভ ও প্রিয়ার দ্বৈত 'এক নিশির যত শিশির', ইবরার টিপুর সঙ্গীতায়োজনে বিন্দু-কনার 'তুই আমাকে করলি পাগল'সহ আরও বেশ কিছু একক ও দ্বৈত গান এবং মিউজিক ভিডিও। উৎসব রাঙিয়ে তুলতে নানা আয়োজন হাতে নিয়েছে জি-সিরিজ ও অগি্নবীণা। সিডির পাশাপাশি অনলাইনেও তারা প্রকাশ করছে শতাধিক একক গান, অ্যালবাম ও মিউজিক ভিডিও। সে তালিকায় আছে- তারেকের একক 'আঁধার ঘরে', অরণ্য ব্যান্ডের 'জনস্রোত', কাজী শুভ, অয়ন চাকলাদার ও অরিনের মিশ্র অ্যালবাম 'ভালোবাসার গান', রাজন সাহার সঙ্গীতায়োজনে 'নিশিতা', মুহিন সাবি্বর ও সাকির 'বাদলের ঋণ', যাত্রী ব্যান্ডের 'যাত্রী', সুবীর নন্দী ও চন্দ্রা চক্রবর্তীর দ্বৈত 'মোরা ছিনু একেলা', এফএ সুমনের 'ইতি তোমার প্রিয়', লুৎফর হাসানের 'একলা লাগে খুব', এন্ড্রু কিশোর, তাজুল ইসলাম, রন্টি দাস এবং ফারহার মিশ্র অ্যালবাম 'ফেসবুক', তৌসিফের 'অবশেষে', শতাব্দী ভবর 'সানজানা', মিজানের 'তুমি রৌদ্দুর'সহ আরও বেশ কিছু সংকলন। এ ছাড়াও থাকছে তাদের অন্যতম আয়োজন প্রিন্স মাহমুদের মিশ্র অ্যালবাম 'ভূমিপুত্র'। এতে থাকছে তাহসান, তপু, মিনারসহ সাত শিল্পীর ভিন্ন ধাঁচের গান। লেজার ভিশনের আয়োজনের তালিকায় আছে- বেলাল খানের 'যাবে যদি চলে', কাজী শুভর 'হৃদয়ে তুমি' ও 'রঙের দুনিয়া', শাহরিদ বেলালের 'আর কতো দূর', ঐশীর 'রঙের ঘুড়ি', ও নতুন আঙ্গিকে গাওয়া আবদুর রহমান বয়াতীর জনপ্রিয় গান 'দে দে পাল তুলে দে', সাবি্বরের 'ঢলে ঢলে', প্রতীক হাসানের 'মন জানে', সালমার 'হৃদয়ের নাও'সহ বেশ কিছু একক গান ও মিউজিক ভিডিও। গত দুই বছর ধরে অ্যালবাম প্রকাশনা প্রতিষ্ঠান সিএমভি অনলাইনে প্রকাশ করেছে নানা ধরনের অ্যালবাম, একক গান ও ভিডিও। এবার ঈদে প্রতিষ্ঠানটি প্রাধান্য দিয়েছে দ্বৈত গান। তাদের আয়োজনে আছে- এলিটা ও মাহাদির দ্বৈত গান 'অনুভূতি', বাপ্পা-কোনালের 'তোমায় ভালোবাসি', আসিফ-ঐশীর 'তোকে চাই', কনা-আকাশের 'তুই আমার মন' ও কোনাল-জেকে মজলিসের 'ঈদ মোবারক'। এ ছাড়াও আছে কনার 'খামাখাই ভালো যে বাসে', তাহসানের 'অপ্রাপ্তি', সায়েমের মিউজিক ভিডিও 'মন যে উড়ে' প্রত্যয় খানের একক গান 'সুতো কাটা ঘুড়ি'সহ আরও কিছু আয়োজন। আজব রেকর্ডস ঈদ উপলক্ষে প্রকাশ করছে ১০টি একক গান ও চারটি ভিন্ন ধাঁচের অ্যালবাম। সে তালিকায় আছে- সুবীর নন্দীর একক গান 'আমার দু হাতে', রূপঙ্করের 'ভায়োলিন', জয় শাহরিয়ারের 'ভালোবাসার কোনো মানে নেই', ইমরানের 'বেয়ারা', কনার 'আবদার', ব্যান্ড কোরালসের 'অভিমানী' ও গানকবির 'জোছনা রাইতে' ইত্যাদি। অ্যালবামের তালিকায় আছে পরাণের 'রোদের ছেলে', প্রেমার 'অনেক দিনের পরে জানো', অভ্রর রবীন্দ্রসঙ্গীতের সংকলন 'ফাগুন হাওয়ায় হওয়ায়' ও জয় শাহরিয়ার, পারভেজ, ইমন চক্রবর্তী, রন্টি, পূজা এবং মহুয়ার মিশ্র অ্যালবাম 'দ্য পপ চার্ট-টু'। গানচিলের এবারের ঈদ আয়োজনে আছে মিনারের একক গান 'কতো পাপে বাড়ে বোঝা' ও 'আমি তোমার আকাশে উড়বো', প্রীতম হাসানের 'জাদুকর', এফএ সুমনের 'দূর বহুদূর', ইলিয়াসের 'বন্দিনী', শহীদের 'আড়াল', কাজী শুভর 'ছুঁইও না', এহসান রাহীর 'ভালো আছিস', পলাশের 'ঘুমচোরা চাঁদ', লুৎফর হাসানের 'পুড়ে তোমার ভেতর থাকি'সহ আরও বেশ কিছু গান। গানচিলের পাশাপাশি ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করছে ইমরানের একক 'গুছিয়ে রাখা শব্দমালা' জুয়েল মোর্শেদ-কনার দ্বৈত 'গার্ডেন গার্ডেন', বাপ্পা মজুমদার-শাওলি মুখার্জির 'আহারে', এফএ সুমনের 'আসমানী'সহ বেশ কিছু ভিন্ন আঙ্গিকের মিউজিক ভিডিও। অন্যদিকে বাংলা ঢোলর ঈদ আকর্ষণ কুমার বিশ্বজিতের প্রথম ইপি [তিন গানের অ্যালবাম] 'তিলোত্তমা'। অন্যদিকে জিসান মাল্টিমিডিয়া ঈদ উপলক্ষে প্রকাশ করছে ফাহমিদা নবীর একক গান 'ইচ্ছে গুলো', বেলাল খানের 'একটা স্বপ্ন', তৌসিফের 'কান্না' ও সালমার 'কে যে কখন'। অ্যালবামের তালিকায় আছে আতিক হাসানের 'কন্যা', শাওন গানওয়ালার 'বলো', বিউটির 'পাষাণ বন্ধু'। এ ছাড়া প্রত্যয় খান-নদীর দ্বৈত গান 'উদাসী মন'সহ আরও কিছু মিউজিক ভিডিও এবং একক গান। এ ছাড়া সংগীতা, সিডি চয়েস, সুরঞ্জলী, ই-কিউ, গানবক্স, এয়ারটেল ইয়োন্ডার, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি ইয়োন্ডার, ইপি মিউজিক এবং অনলাইন রেডিও, মিউজিক কাব ও মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ঈদের বেশ কিছু গান ও ভিডিও। া

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com