জাতিসংঘে বাংলা চাই কর্মসূচির উদ্বোধন

০৪ ফেব্রুয়ারি ১৮ । ০০:০০

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম (Jagonews24.com) 'জাতিসংঘে বাংলা চাই' শিরোনামে অনলাইন আবেদন কর্মসূচি শুরু করেছে। নিউজ পোর্টালটি ভাষা আন্দোলনের মাসজুড়ে এ দাবির পক্ষে অনলাইনে আবেদন সংগ্রহ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতিসংঘের কাছে পাঠাবে। (www.jagonews24.com/MakeBanglaOfficial) এই ওয়েবপেজে প্রবেশ করে যে কেউ এ দাবির পক্ষে সম্মতি জানাতে পারবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, জাগো নিউজ নিঃসন্দেহে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে।

জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক সুজন মাহমুদ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com