শ্রীপুরে নকল করায় ছাত্র ও শিক্ষককে বহিস্কার
০৮ ফেব্রুয়ারি ২০১৯ | Updated ০৮ ফেব্রুয়ারি ২০১৯
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুর-২ ছোট কলিম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার বই কেটে নকল করার অভিযোগে নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রেজাউল করিম ও শিক্ষক আবুল কাশেমকে বহিস্কার করা হয়েছে। শিক্ষক আবুল কাশেম গাজীপুর উচ্চ বিদ্যালয়ের কৃষিবিষয়ক শিক্ষক বলে জানা যায়।
ওই কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা জানান, পরীক্ষা শুরুর এক ঘণ্টা ১০ মিনিট পর বই থেকে পৃষ্ঠা কেটে এনে হলরুমে নকল করছিল এক পরীক্ষার্থী। পাশে দাঁড়িয়ে সহযোগিতা করাছিলেন শিক্ষক আবুল কাশেম। ওই শিক্ষার্থীকে বই কেটে নকল করতে ও শিক্ষককে নীরব ভূমিকা পালন করতে দেখেন কেন্দ্র পরিদর্শন করতে আসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসতেকার আলম। পরে তিনি ওই শিক্ষার্থী ও শিক্ষককে বহিস্কার করেন।