
তাবিথ আউয়ালের ওয়েব পেজ হ্যাকিং চেষ্টার অভিযোগ
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০ । ১৪:১৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০ । ১৬:১৬
সমকাল প্রতিবেদক

তাবিথ আউয়াল
ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের একটি ওয়েব পেজ হ্যাকিং চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে তার ওয়েব পেজটি হ্যাক করার চেষ্টা করা হয়।
জানা গেছে, সকালে ইশতেহার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তার আইডিটি হ্যাকড করার চেষ্টা চালায় হ্যাকাররা।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবিথ আউয়ালের আইটি কর্মকর্তারা।
'অদম্য ঢাকা' নামে পেজটি তিনি দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন। তবে শেষ পর্যন্ত হ্যাক করতে ব্যর্থ হয়েছে হ্যকাররা।
এ বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com