
অভিনেতার মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০ । ১৭:৫৩
বিনোদন ডেস্ক

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দীন শাহের মেয়ে হীবা শাহের বিরুদ্ধে পশু চিকিৎসাকেন্দ্রের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার হীবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, গত ১৬ জানুয়ারি হীবা তার বন্ধুর দুইটি বিড়ালকে নিয়ে স্থানীয় একটি পশু চিকিৎসা কেন্দ্রে যান। কিন্তু বিভিন্ন কারণে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গণ্ডগোল বাধে তার।
হীবার অভিযোগ, যথাযথ সাহায্য করেন না হাসপাতালের কর্মীরা। এমনকি, ক্লিনিকে রিকশা থেকে নামার সময়েও কেউ এগিয়ে এসে তার হাত থেকে 'ক্যাট কেজ' হাতে তুলে নেননি। এক পর্যায়ে হীবা চিৎকার করতে শুরু করলে এক কর্মী তাকে বেরিয়ে যেতে বলেন। এর পরেই ওই নারী কর্মীর উপর চড়াও হন তিনি। তাকে থামাতে আরও এক কর্মী ছুটে এলে সেই নারীর সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন হীবা।
এ ঘটনার গোটা সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি হীবার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় হাসপাতালের তরফ থেকে মামলা দায়ের করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com