
সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাব পাস পশ্চিমবঙ্গ বিধানসভায়
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০ । ১৯:৫৯
অনলাইন ডেস্ক

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহার এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) মতো প্রক্রিয়া চালু না করার দাবি তুলে প্রস্তাব পাশ করল পশ্চিমবঙ্গ বিধানসভা। কেরল, পঞ্জাব, রাজস্থানের পর এবার এ রাজ্যে পাশ হল সিএএ-বিরোধী প্রস্তাব। খবর আনন্দবাজার পত্রিকার।
রোববার রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় এ প্রস্তাব পেশ করেন। বাম ও কংগ্রেস বিধায়করা প্রস্তাবে সংশোধনী আনার পক্ষে প্রস্তাব দেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সংশোধনী না আনার জন্য দু'দলের বিধায়কদের কাছে আবেদন জানানো হয়। তবে প্রথম থেকেই প্রস্তাবের বিরোধিতা করেছে বিজেপি। শেষমেশ কণ্ঠভোটে এই প্রস্তাব পাশ হয়।
প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে নাগরিকত্ব আইনের দ্বারা কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কিন্তু এই আইনে তার কোনো উল্লেখ নেই- যা নাগরিকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। তাই রাজ্যে সরকারের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যে, সিএএ বাতিল এবং এনপিআর, এনআরসি প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এই প্রস্তাবে আরও বলা হয়, সিএএ-র সাহায্যে কেন্দ্রের শাসক দল ধর্মের নামে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মানবাধিকারকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গসহ দেশের প্রতিটি রাজ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছিল রাজ্য বিধানসভা। সেই প্রস্তাবে বলা হয়েছিল, এনআরসি তৈরির নামে বৈধ ভারতীয় নাগরিকদের হয়রানি করা হচ্ছে। এ রাজ্যে কোনোভাবেই এনআরসি চালু করা যাবে না। ওই প্রস্তাবও গৃহীত হয়েছিল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com