বগুড়ায় হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শহরে আনন্দ মিছিল

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০ । ২০:৪০

বগুড়া ব্যুরো

বগুড়ায় অবশেষে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে 'বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন'-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে খবরটি জানার পরপরই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল বের করা হয়।

মিছিল শেষে শহরের সাতমাথায় এক সমাবেশে জেলা আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পূরণে সবসময় আন্তরিক, সেটা আজ আবারও প্রমাণিত হলো। তারা আশা করেন, বিশ্ববিদ্যালয় নির্মাণকাজ দ্রুত শুরু হবে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতার সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি ও জাকির হোসেন নবাব বক্তৃতা করেন।

২০১৫ সালের নভেম্বরে বগুড়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী এ এলাকার উন্নয়নে বিশ্ববিদ্যালয়সহ বড় ধরনের ৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। সংশ্নিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরপরই বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজেসি) নতুন আইন তৈরির নির্দেশ দেয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচনের জন্য জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ নেতারা একাধিক এলাকা পরিদর্শন করেন। তবে আইন পাস না হওয়ায় স্থান নির্বাচনে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বগুড়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল বলেন, 'বাংলাদেশের পুরনো যেসব জেলা রয়েছে সেগুলোর মধ্যে বগুড়া ছাড়া সবক'টিতেই সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। অনেক দেরিতে হলেও বগুড়াবাসীর একটি যৌক্তিক দাবি পূরণ হতে চলেছে। এটা জেলাবাসীর জন্য সুখবর। আমরা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে শুধু আইন করলেই হবে না, বিশ্ববিদ্যালয়টি দ্রুত নির্মাণ করতে হবে।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com