হরিণাকুণ্ডুতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০ । ১৬:১৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০ । ১৭:০০

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ফাইল ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার হামিরহাটি গ্রামে আক্কাচ উদ্দিন (৪২) নামের ওই কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের নুরুল উদ্দিনের ছেলে।

নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, তার চাচা সকালে বাড়ির পাশে মাঠে মাটি কাটছিলেন। এ সময় একটি সাপ গর্ত থেকে বের হয়। তখন আক্কাচ উদ্দিন সাপটি ধরে হাঁড়িতে ঢুকাতে গেলে কামড় দেয়। সঙ্গে সঙ্গে মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক রুবিনা খাতুন বলেন, সকালে ভর্তি করার পর চিকিৎসা চলাকালীন অবস্থায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। দুপুরে ফের হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com