বরযাত্রীর বহর থেকে মর্গে তিনজন

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০ । ১৯:৫০

ঝিনাইদহ প্রতিনিধি

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন -সমকাল

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বরযাত্রী  নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার যাদবপুর সড়কের জাগুসা গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২০) ও একই উপজেলার নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৮)।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে  মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের মান্দারতলা থেকে বরযাত্রী হিসাবে  অন্যান্যদের সঙ্গে ৩ জন একটি মোটরসাইকেল যোগে একই উপজেলার বাবলা মাথাভাঙ্গা গ্রামে যাচ্ছিল। পথে মহেশপুর-যাদবপুর সড়কের জাগুসা মাঠের মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ৩ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। 

নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com