
ধর্ষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ অভিনেত্রীর
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০ । ২২:১১ | আপডেট: ০৫ জানুয়ারি ২০ । ২৩:০৯
বিনোদন ডেস্ক

ছবি: ইনস্টাগ্রাম
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনায় এসেছেন এক বলিউড অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি তার একটি পোস্ট নিয়ে চলছে আলোচনা।
ওই অভিনেত্রী হলেন বিদিতা বাগ। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, তার গায়ে ছেঁড়া জামাকাপড়। মুখ, বুকসহ সারা শরীরে আঁচড়ের দাগ। যেন কেউ ছিড়ে দিয়েছে। রক্তাক্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে তিনি।
অভিনেত্রী বিদিতা বাগের ওই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ ফোটোশুটে ধর্ষণের শিকার নারীর মেকআপে দেখা গেছে তাকে। বিদিতা তার এই প্রতিবাদী পোস্টে মনে করিয়ে দেন, একজন নারীর অনুমতিই শেষ কথা! ধর্ষণের ঘটনার প্রতিবাদেই অভিনেত্রী বিদিতার ওই পোস্ট।
উল্লেখ্য, গত দশকে ভারতে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এর কারণ হিসেবে সমাজের একাংশ নারীর পোশাক ও চরিত্রের দিকে আঙুল তোলে।
এই মানসিকতারও প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী বিদিতা।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com