
বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি তাপসের
প্রকাশ: ১২ জানুয়ারি ২০ । ১৫:৩৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০ । ১৬:০১
সমকাল প্রতিবেদক

নির্বাচনি প্রচারণায় শেখ ফজলে নূর তাপস
বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, নির্বাচনে জয়ী হলে সুন্দর ও সম্প্রীতির ঢাকা উপহার দেব।
রোববার রাজধানীর শান্তিনগর বাজার থেকে তৃতীয় দিনের মতো নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
বাসযোগ্য ঢাকা গড়ায় নিজের পাঁচ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, উন্নত ঢাকা ও সুশাসিত ঢাকা গড়ে তোলা হবে। শহরে মাদকসহ অন্যান্য অপরাধমূলক সামাজিক ব্যাধিগুলো দূর করা হবে। এলাকাভিত্তিক সমস্যা সমাধান করা হবে। রাস্তা-ঘাট পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানো হবে।
ডিএসসিসিবাসীর উদ্দেশে তাপস বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের ইশতেহার ও প্রতীক দেখে ভোটাররা আস্থা রাখবেন এবং তাদের মূল্যবান ভোট দেবেন। আশা করি, আপনারা নৌকা প্রতীককে জয়যুক্ত করে আমাকে মেয়র পদে কাজ করার সুযোগ করে দেবেন।’
প্রচারের শুরুতে এক পথসভায় নেতাকর্মীদের তিনি বলেন, ‘সুশৃঙ্খলভাবে প্রচার চালাবেন। প্রচারের জন্য রাস্তায় যেন যানজট তৈরি না হয়।’
এ সময় তাপসের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মাহবুবুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
পথসভা শেষে ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হেঁটে হেঁটে সাধারণ মানুষের হাতে নিজের প্রচারপত্র বিলি করেন। আজ সারা দিন শান্তিনগর, মালিবাগ, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, কাকরাইল ও মতিঝিল এলাকায় তার প্রচার চালানোর কথা আছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com