হলিউডে ফেরার ইঙ্গিত রাজবধূ মেগানের

প্রকাশ: ১২ জানুয়ারি ২০ । ১৭:৪৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০ । ১৯:১৩

বিনোদন ডেস্ক

মেগান মারকেল

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেল সম্প্রতি আকস্মিকভাবে রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাদের এ ঘোষণার পরপরই জানা গেল, ডিজনির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেগান।

হলিউড রিপোর্টার বলছে, কানাডায় স্বামী হ্যারি ও সন্তান আর্চিকে নিয়ে ছয় সপ্তাহের ছুটি কাটাতে যাওয়ার আগে ডিজনিতে কণ্ঠ দিয়েছেন মেগান। আর এ থেকে প্রাপ্ত অর্থ হাতি রক্ষার কাজে খরচ করবেন তিনি। 

রাজবধূ হওয়ার আগে হলিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুনাম কুঁড়িয়েছেন মেগান মারকেল। আর  রাজপরিবারের সদস্য হওয়ায়  শর্ত হিসেবে তাকে অভিনয় থেকে বেরিয়ে আসতে হয়। 

এদিকে ডিজনির সঙ্গে মেগানের নতুন এ চুক্তি তার অভিনয়ে ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

মেগান ও হ্যারি রাজপরিবার থেকে সরে দাঁড়ানোর যে ঘোষণায় ‘স্বাধীনভাবে অর্থ উপার্জন’ করার কথা বলেছেন। এটিও মেগানের অভিনয়ে ফেরার ইঙ্গিত মনে করছেন কেউ কেউ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com