চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০ । ১৫:৪৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০ । ১৫:৪৬

চবি সংবাদদাতা

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যোৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জয়বাংলা চত্ত্বরের পাশে মুক্তমঞ্চ এবং তার চারপাশ বিভিন্ন রঙের আলপনা ও হরেক রঙের কাপড়ের নকশায় সাজানো হয়েছে। 

বুধবার দুপুরে ৪র্থ বার্ষিক নাট্যোৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন করা হয়েছে। এ নাট্য উৎসব চলবে আরও ৩ দিন। 

উৎসবের শুরুতে দুপুর একটায় নাট্যকলা বিভাগের সামনে থেকে আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে মুক্ত মঞ্চে শেষ হয়। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর ‘রদেভু শিল্পীগোষ্ঠীর’ পরিবেশনায় আনন্দ আয়োজন পরিবেশিত হয়। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠান উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি থাকবেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. সেকান্দর চৌধুরী এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যোৎসব

নাট্যকলা বিভাগ সূত্রে জানা যায়, ‘মুক্তির চেতনায় শিল্পীত সৃজন’ স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে এবারের নাট্য উৎসব উৎসর্গ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে মোট ১১ টি নাটক মঞ্চস্থ হবে। নাটকগুলো সেলিম আল দীনের যৈবতী কন্যার মন, বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি, মামুনুর রশীদের রাষ্ট্র বনাম, মান্নান হীরার লাল জমিন, এ্যারিস্টোফেনিসের দ্য ফ্রগ, সোলাইমান আলীর মোহ ভঙ্গ, সুনীল বিশ্বাসের পূজোর সাজ, সুভাশিষ সিনহার সোনার তরী, তানভীর হোসেনের বাঁশি, শামীম আহমেদের নিষ্কৃতি এবং তৌহিদুল ইসলামের শ্যামাপ্রেম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকবে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের অধ্যাপক ড. আফসার আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিস বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে সম্মাননা দেওয়া হবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী তন্বী পাল বলেন,‘ মঞ্চ নাটক সববসময় ভালো লাগে। আর সেটা যদি ক্যাম্পাসে হয় তা হলে ভালোলাগা আরও বেড়ে যায়। কারণ বন্ধুদের নিয়ে একসঙ্গে নাটক দেখা যায়। বছরের শুরুতে এমন একটা উৎসব সত্যিই প্রশংসনীয়।’ 

মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. রাহিদুল ইসলাম বলেন, ‘কয়েকদিন হল ক্যাম্পাসে এসেছি। ক্যাম্পাসে নিয়মিত এমন আয়েজন হলে ভালো হবে।’

নাট্যকলা বিভাগের প্রভাষক অরুপ বড়ুয়া সমকালকে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সাজসজ্জ্বাগুলো করেছে। নাটকের একটা আলাদা ভাষা রয়েছে সে মতই মঞ্চ এবং তার আশপাশ সাজানো হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

নাট্যকলা বিভাগের সভাপতি ও নাট্যোৎসবের আহবায়ক মো. শামীম হাসান সমকালকে বলেন, ‘ছাত্র-শিক্ষকসহ ক্যাম্পাস ও বাইরের সব মানুষের কাছে এটি একটি প্রাণের উৎসবে পরিণত হয়েছে। নাট্য উৎসবের মধ্য দিয়ে ক্যাম্পাসে প্রাণ ফিরে পেয়েছে। মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের উপর ১১ টি নাটক প্রদর্শনী হবে। আশা করি সকলের সহযোগিতায় এটি একটি সফল ও সুন্দর নাট্যোৎসব হবে। ’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com