
‘গাঙ্গুবাই কাঠিওয়ালী’র পোস্টারে নতুন রূপে আলিয়া
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০ । ১৫:৫৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০ । ১৬:৪৪
অনলাইন ডেস্ক

অবশেষে সামনে এল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত নতুন ছবি ‘গাঙ্গুবাই কাঠিওয়ালী’র পোস্টার। বুধবার সকালে আলিয়ার 'ফার্স্ট লুক' শেয়ার করে বানশালি প্রোডাকশনস।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও 'ফার্স্ট লুক' শেয়ার করেছেন আলিয়া ভাট।
প্রথম পোস্টারে গঙ্গুবাই ওরফে আলিয়ার তরুণ বয়সের ছবি দেখা গেছে। সেখানে তাকে দুর্বল দেখালেও, দৃষ্টিতে গভীরতা লক্ষ্য করা গেছে। নীল ব্লাউজ ও লাল স্কার্ট পরিহিত আলিয়াকে চুলে বেনী করা অবস্থায় সজ্জিত দেখা গেছে।
দ্বিতীয় পোস্টারে আলিয়াকে মাফিয়া রানির মতো দেখা যাচ্ছে। তার সাজসজ্জা, চাহনি জানিয়ে দিচ্ছে– তিনি শাসন করতে এসেছেন।
এ ছবিতে গত শতকের ৬০-এর দশকের কামাথিপুরা যৌনপল্লীর প্রভাবশালী ‘ম্যাডাম’ এর ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে।
অল্প বয়সেই যৌন পেশায় আসতে বাধ্য করা হয় গঙ্গুবাইকে। পরবর্তী সময়ে তিনি কুখ্যাত অপরাধী ক্লায়েন্টের সাহায্যে শহরের প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com