
পিসিবির ক্ষতি পোষাতে ওয়ানডে খেলবে বাংলাদেশ
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০ । ১৬:৪৮
অনলাইন ডেস্ক

বাংলাদেশের পাকিস্তান সফরে ওয়ানডে খেলার কথা ছিল না। কিন্তু তিন দফায় পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ শেষ ধাপে খেলবে একটি ওয়ানডে ম্যাচ। এরপর শেষ টেস্টটি খেলবে বাংলাদেশ।
ওই ওয়ানডে খেলার ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বাংলাদেশ তিন দফায় পাকিস্তান সফর করায় তাদের সিরিজ আয়োজনের খরচ বাড়ছে। তাদের ক্ষতি পুষিয়ে উঠতে এবং শেষ টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতির প্রয়োজনে ওয়ানডে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, 'পিসিবি ভালো একটা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। আর সে কারণে শেষ ধাপে আমাদের একটি টি-২০ খেলার অনুরোধ করেছিল। যাতে করে তাদের কিছু আয় হয়। আমরা যেহেতু তিন ধাপে পাকিস্তানে যাবো। সিরিজ আয়োজনেরও বেশি বাকি নেই। তারা তাই মার্কেটিং করে ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না। শেষ দফায় আমাদেরও প্রস্তুতির দরকার ছিল। আমরা তাই ভেবেছি ওয়ানডে ম্যাচ খেললে প্রস্তুতি ভালো হবে। তারাও কিছু অর্থ আয় করে নিতে পারবে।'
এর আগে মঙ্গলবার দুবাইয়ে আইসিসির গর্ভনেন্স কমিটির সভার ফাঁকে বিসিবি ও পিসিবি সভাপতি আলোচনায় বসেন। তাদের মধ্যাস্থতা করেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। দুই বোর্ডের প্রধান আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে, বাংলাদেশ তিন দফায় পাকিস্তান সফরে যাবে। প্রথম ধাপে জানুয়ারিতে তিন ম্যাচের টি-২০ খেলবে। এরপর ফেব্রুয়ারিতে খেলবে একটি টেস্ট। এপ্রিলে গিয়ে একটি ওয়ানডে এবং শেষ টেস্টটি খেলবে বাংলাদেশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com