ঝড় দেখিয়ে ফিরলেন গেইল

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০ । ১৯:৪৩

অনলাইন ডেস্ক

ছবি: বিসিবি

শেষদিকে আসলেও গেইল ছিলেন বঙ্গবন্ধু বিপিএলের বড় আকর্ষণ। আগের সবগুলো আসরে খেলেছেন গেইল। মাতিয়েছেন বিপিএল। বঙ্গবন্ধু বিপিএলে গেইল আসবেন না তা যেন হয়না। গেইল তাই বাংলাদেশের ভক্তদের কথা চিন্তা করে বিপিএলে খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু তার ব্যাটে সেই স্বভাবসুলভ ঝড় দেখা যাচ্ছিল না।

রান পাচ্ছিলেন গেইল। কিন্তু সেগুলো ঝড়ো না কিংবা বড়ো হচ্ছিল না। চট্টগ্রামের তথা গেইল ভক্তদের তাই একটা ঝড় পাওয়া হয়ে গিয়েছিল ইউনিভার্স বসের কাছে। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসের বিপক্ষে গেইল সেটা দেখালেন। খেললেন মাত্র ২৪ বলে ৬০ রানের দারুণ ইনিংস। ঝড়ো এই ইনিংস খেলার পথে পাঁচটি ছক্কা এবং ছয়টি চারের মার মারেন। থামেন আড়াইশ' স্ট্রাইক রেটে খেলে।

শেষ পর্যন্ত ঘাতক আফিফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন গেইল। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও রাজশাহীর বিপক্ষে ২১ বলে ২৩ রানের ইনিংস খেলেন গেইল। ওই ম্যাচেও ধীরে খেলা গেইল ঝড় তোলার আগেই আফিফের বলে বোল্ড হয়ে ফিরে যান।

ফাইনালে ওঠার এই ম্যাচে গেইল ভালো খেললেও চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটসম্যানরা অবশ্য রান পাননি। জিয়াউর রহমান শুরুতে ফিরে যান। এরপর ক্রিজে আসা ইমরুল কায়েস বড় রান করতে পারেননি। গেইলের সঙ্গে দারুণ শুরু করা মাহমুদুল্লাহও সাজঘরে ফেরেন ১৮ বলে ৩৩ রানের ভালো এক ইনিংস খেলে। কিন্তু দ্রুত দলের সেরা ব্যাটসম্যানরা ফিরে যাওয়ায় বিপদে আছে চট্টগ্রাম।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com