নির্বাচনের তারিখ আগানো বা পেছানো উচিত: ভিপি নুর

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০ । ২০:০৮

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

ভিপি নুরুল হক নুর— ফাইল ছবি

পূজার কারণে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ আগানো বা পেছানো উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, 'সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের তারিখ ঘোষণা সরকারের একটি নীলনকশা। বর্তমান নতজানু নির্বাচন কমিশন সরকারের কনসার্ন ছাড়া নিশ্চয়ই নির্বাচনের তারিখ ঘোষণা করেনি! কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই পরিকল্পনা করে এ কাজটি করা হয়েছে। বাংলাদেশ অবশ্যই অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। সরস্বতী পূজা সনাতন ধর্মের একটি বড় উৎসব। এই দিনে নির্বাচন হতে পারে না। নির্বাচনের তারিখ আগানো বা পেছানো উচিত।'

বুধবার বিকেলে ডাকসু ভবনে নিজের কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত ২২ ডিসেম্বর ওই কক্ষে নুরুল ও তার সহযোগীদের ওপর হামলার ২৪ দিন পর এদিন তিনি ডাকসু ভবনে আসেন।

সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করায় সরকার ও নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে নুর বলেন, 'ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে করা একটি রিট হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে। সেদিন মানুষ ভোট দেবে, নাকি তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে? তাই আমাদের দাবি, নির্বাচনের তারিখ হয় আগাতে হবে, নয়তো পেছাতে হবে। আমরা মনে করি, এখানে সরকার ও নির্বাচন কমিশনের কোনো ষড়যন্ত্র বা কারসাজি রয়েছে। পূজার দিনে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে পরিকল্পিতভাবে।'

২২ ডিসেম্বর নিজের ও সহযোগীদের ওপর হওয়া হামলার বিষয়ে ভিপি নুরুল বলেন, 'ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের নেতৃত্বেই সেদিন আমাদের ওপর বর্বর হামলা হয়। সরকারের পক্ষ থেকে হামলার বিচারের আশ্বাস দেওয়া হলেও আমরা দেখতে পাচ্ছি, হামলাকারীরা মধুর ক্যান্টিনে বসে চা খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন।’

ভিন্নমতের মানুষের ওপর নির্যাতন বন্ধ করা ও সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলেও এ সময় মন্তব্য করেন ডাকসু ভিপি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোট। একই দিনে দেশব্যাপী্ উদযাপিত হবে সরস্বতী পূজা। সরস্বতী পূজার কারণে একই দিনে সিটি নির্বাচনের ভোট না করার দাবিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে বিক্ষোভ হয়েছে। এ ছাড়া এদিন শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেও বিক্ষোভ করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com