নাটোরে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০ । ১২:০৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০ । ১৩:১০

লালপুর (নাটোর) প্রতিনিধি

ফাইল ছবি

নাটোরের লালপুরে ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার গোদড়া এলাকায় সাহাদুল ইসলাম (৩২) নামের ওই আরোহী নিহত হন। 

তিনি বড়াইগ্রাম উপজেলার বাহিমালী এলাকার হালিম মোল্লার ছেলে। 

জানা যায়, সকালে তিনি সাইকেলে করে ইটভাটায় কাজে যাচ্ছিলেন। গোদড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক আটক করে থানায় আনা হয়েছে তবে চালক পলাতক রয়েছেন। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com