আবার জোড়া লাগছে কার্তিক-সারার প্রেম!

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০ । ২৩:০৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০ । ২৩:১৫

বিনোদন ডেস্ক

ছবি: ইনস্টাগ্রাম

বলিউডে কার্তিক-সারার সম্পর্ক নিয়ে কম কথা ছড়ায়নি। ক'দিন আগে শোনা যায়, তাদের সম্পর্ক নাকি ভেঙে গেছে। এবার শোনা যাচ্ছে, এ জুটি আরও কাছাকাছি আসছে। তবে এবার অন্যভাবে ধরা দিয়েছে তাদের প্রেম।

ইমতিয়াজ আলির আসন্ন ছবি লাভ আজ কাল-টু এর প্রথম পোস্টারে কার্তিকের পিঠে গা এলিয়ে শুয়ে সারা- এভাবেই ধরা পড়েছে তাদের প্রেম।

জি-নিউজের প্রতিবেদন জানায়, সারা-কার্তিক জুটিকে সবাই বেশ পছন্দ করছে। এমনকি পরিচালক ইমতিয়াজ আলী নিজেও চেয়েছেন এই মিষ্টি জুটিকে পর্দায় আনতে। তাই লাভ আজকাল ছবির সিকুয়াল 'লাভ আজকাল টু'র জন্য বেছে নেন বলিউডের এই নতুন রোমান্টিক জুটিকে। বৃহস্পতিবার ছবিটির প্রথম পোস্টার প্রকাশ হয়। 

কার্তিক-সারা দু'জনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশন সারা লিখেছেন, 'দেখুন বীর আর জোয়িকে। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে।'

অন্যদিকে কার্তিক পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'উড়ছে বীর-জোয়ি।'

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কার্তিক-সারা অভিনীত 'লাভ আজকাল টু' সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।    

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com