৫ ফেব্রুয়ারি প্রিমিয়ার, ৭ তারিখে মুক্তি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০ । ১৫:২৫

বিনোদন প্রতিবেদক

আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র 'গণ্ডি'। গত ১৬ জানুয়ারি বিনা কর্তনে ছাড়পত্র পাওয়ার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচারক। তিনি জানান ৯ জানুয়ারি ছবিটি সেন্সরে জমা দেয়া হয় পরে ১৭ জানুয়ারি সেন্সর বোর্ড বিনাকর্তনে ছাড়পত্র দেয়।

রোমান্টিক কমেডি ঘরানার 'গণ্ডি' চলচ্চিত্রের কাহিনি ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা দু'জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। 

ছবিটি ৭ ফেব্রুয়ারি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের পক্ষ থেকে জানানো হয়। তার আগে ৫ তারিখে হবে গণ্ডির প্রিমিয়ার। 

এতে সব্যসাচী ও সুবর্ণা মুস্তাফা আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে। গড়াই ফিল্মস প্রযোজিত এই ছবির আবহ সংগীত করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com