স্কুলে থেকে বের হয়ে মাইক্রোবাস চাপায় দুই স্কুলছাত্র নিহত

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০ । ১১:৫৫

রাজশাহী ব্যুরো

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। 

বুধবার সকাল ১০টার দিকে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সুমন (১২) ও সোহাগ (১২) নিহত হয় এবং আহত হয় তাদের আরেক সহপাঠী জাহিদ। 

নিহত ছাত্ররা হলো- আলমগীরের ছেলে সুমন ও হামিদুলের ছেলে সোহাগ।

জানা যায়, ওই দুই ছাত্র বাড়ি থেকে স্কুলে যায়। পরে স্কুল থেকে একটি বাইসাইকেলে চড়ে তারা সাধুর মোড় নামের একটি মোড়ে যাচ্ছিল। পথে একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।  

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্বজনরা অভিযোগ না করলে মরদেহ হস্তান্তর করা হবে। 

মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com