নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০ । ১৩:৫৭ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০ । ১৫:৫৩

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি আবদুল হামিদ

দেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

কুয়াকাটার কলাপাড়া উপজেলা সফরকালে মঙ্গলবার রাতে পটুয়াখালী জেলা প্রশাসন আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, আমাদের যেসব নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, তা ধরে রাখতে হবে।’ খবর ইউএনবির

কলাপাড়া ও দুমকি উপজেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুদিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী পৌঁছান রাষ্ট্রপতি।

এসময় তিনি স্থানীয় প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যদের বিদেশি সংস্কৃতির খারাপ দিকগুলো দূরে রেখে স্থানীয় সংস্কৃতিকে গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, স্যাটেলাইট সংস্কৃতির যুগে বেশিরভাগ সাংস্কৃতিক সংগঠক বিদেশি সংস্কৃতির পাশাপাশি খ্যাতিমান পারফর্মারদের আনছেন। কিন্তু আমাদের সাংস্কৃতিক এ আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে এবং দেশীয় সংস্কৃতির লালন করতে হবে। কারণ বাঙালির দীর্ঘকালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।

স্যাটেলাইট সাংস্কৃতিক আগ্রাসনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এই ধরনের চর্চা আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিভিন্নভাবে গ্রাস করে নিচ্ছে। তাই সবাইকে অবশ্যই এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com