সমকাল কার্যালয়ে গণ্ডি পরিবার

‘গণ্ডি’ সব ধরনের গণ্ডি থেকে বেরিয়ে আসার কথা বলবে: সব্যসাচী

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০ । ১৭:৩৬ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০ । ১৯:০৮

বিনোদন প্রতিবেদক

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সঙ্গে গণ্ডি পরিবার। ছবি রাজিব পাল

এক প্রকার আচমকা মঙ্গলবার টাইমস মিডিয়া ভবনে দৈনিক সমকালের অফিসে এসে হাজির হন কলকাতার ফেলুদাখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের অভিনত্রী সুবর্ণা মুস্তাফা। সঙ্গে আসেন 'গণ্ডি' ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান। কথা বলে জানা গেলো এই দিনই কলকাতা থেকে উড়ে এসেছেন সব্যসাচী। উদ্দেশ্য একটাই নতুন ছবি 'গণ্ডি'র প্রচারণা।

এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশে একক প্রযোজিত কোন ছবিতে অভিনয় করলেন সব্যসাচী চক্রবর্তী। পৌঁছেই সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সঙ্গে এক বিশেষ আড্ডায় বসেন সব্যসাচী। সঙ্গে ছিলেন পরিচালক ফাখরুল আরেফীন ও শিশু অভিনেত্রী মুগ্ধতা মুর্শেদ। 

ছবিটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের জীবনের গল্প নিয়ে 'গণ্ডি'। এই বয়সে দু'জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়- এটাই আছে সিনেমাটিতে। আড্ডার শুরুতে কথাগুলো বলছিলেন ফাখরুল আরেফীন। তিনি বলেন, 'মানুষের জীবন নানা রকম গণ্ডিতে বন্ধি। আমি মনে করি সেই গণ্ডি থেকে বেড়িয়ে আসা উচিত। গণ্ডি ছবিতে আমরা বন্ধুত্বের গণ্ডি থেকে বেরিয়ে আসার কথা বলেছি।'

সব্যসাচী কলকাতার অভিনেতা হলেও বাংলাদেশে রয়েছে তার প্রচুর ভক্ত। যে ভক্তরা তাকে সত্যজিৎ রায়ের ফেলুদা হিসেবেই চেনেন ও জানেন। আড্ডায় সব্যসাচী জানান, গণ্ডিতে তার যুক্ত হওয়ার গল্প। জানান, প্রথমে তিনি কিছুটা সন্দিহান ছিলেন গণ্ডিতে তার চরিত্রে কতটা সফল হতে পারবেন; তা নিয়ে। কারণ চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। 

সব্যসাচী বলেন, ‘সারাক্ষণ তো আমি গোয়েন্দা আর পুলিশ চরিত্রে অভিনয় করেছি। এমন একটি নরম চরিত্রে কতটা কি করতে পারব সেটা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। ফাখরুল আরেফীন আমাকে ভেঙ্গেছেন এমন সুন্দর একটি চরিত্রের জন্য। এ জন্য ধন্যবাদ তাকে।'

‘আসলে গণ্ডি ছবিটি সব ধরনের গণ্ডি ভাঙ্গার গল্প। তাই নিজের অভিনয় আর চরিত্রের গণ্ডিও ভেঙ্গেছি'- বলেন সব্যসাচী। 

দেখতে কিছুটা গম্ভীর প্রকৃতির হলেও  মানুষ হিসেবে একেবারেই সহজ-সরল সব্যসাচী। ব্যক্তিগত জীবনে ফেলুদার মতো অতোটা বুদ্ধিমান নন। প্রকৃতির কাছে থাকতে ভালোবাসেন। ভালোবাসেন প্রকৃতির ছবি ক্যামেরার ধরতে। ছবি তোলা তার নেশা। কথায় কথায় সেটি জানাতেও ভুল করলেন না তিনি।  

এতো বড় একজন অভিনেতাকে নিজের ছবিতে কাস্ট করেছেন পরিচালক। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিশ্চয়ই খুব একটা সুবিধা হওয়ার কথা না। কিছুটা ভয়ে ভয়েই কাজ করার কথা।  কিন্তু পরিচালক ফাখরুল আরেফীন বললেন, 'বিষয়টা আসলে তেমন না। মানুষ বড় হলে তার হৃদয়টাও বিশাল হয়। সব্যসাচী সেই বিশাল হৃদয়ের অধিকারী। তাকে নিয়ে কাজের অভিজ্ঞতা তাই দারুণ। সব্যসাচী এত বড় অভিনয়শিল্পী যে তাকে কিছু বলে দেওয়ার আগেই নিজের আসল অভিনয়টা করে ফেলেন।'

গণ্ডি ছবিতে সব্যসাচী চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। আরও অভিনয় করেছেন শুভাসিষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা  ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ।

ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে ছবিটির দৃশ্যধারণ হয়েছে। ছবিটির আবহ সংগীত করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com