দেব নয়, আবিরের স্ত্রী রুক্মিণী?

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০ । ১৮:২৫

বিনোদন ডেস্ক

কলকাতার দুই জনপ্রিয় তারকা দেব ও রুক্মিণী। এ জুটিকে নিয়ে টালিউডে কম চর্চা হচ্ছে না। সম্প্রতি তাদের বিয়ের একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হুলস্থূল কাণ্ড ঘটে যায় ভক্তদের মাঝে। পরে জানা যায়, তাদের বিয়ের কার্ডটি ছিল ভুয়া। 

এবার রুক্মিণী খবরের শিরোনমা হয়েছেন তার আসন্ন ছবি নিয়ে। ছবির নাম সুইজারল্যান্ড। এতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন আবির চট্টোপাধ্যায়। 

জিনিউজের খবরে বলা হয়েছে, বুধবার  'সুইজারল্যান্ড' ছবিটির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। ছবিতে কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে।

নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে রুক্মিণী মৈত্র ফার্স্টলুক পোস্টারের নিচে লেখেন 'সুইজারল্যান্ড'। ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু।

জিৎ প্রযোজিত এই ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন আবির-রুক্মিণী। এর আগে দেব ছাড়া অন্য কোনও নায়কের সঙ্গে কাজ করেননি রুক্মিণী। এমনকি দেব এন্টারটেইমেন্টের বাইরে যে প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন সেখানেও তার ‘একমাত্র হিরো’ ছিলেন দেব। সেই চেনা ছক থেকে বেরিয়ে এলেন রুক্মিণী।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com