
খুলনায় খেজুর বাগান থেকে অস্ত্র-গুলিসহ আটক ৫
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০ । ১৮:৩০
খুলনা ব্যুরো

খুলনার কয়রা উপজেলায় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার গোবরা গ্রামের একটি খেজুর বাগান থেকে তাদের আটক করা হয় জানিয়ে র্যাব বলছে, আটক পাঁচজনই স্থানীয় একটি ডাকাত দলের সদস্য।
আটক পাঁচজন হলেন- গোবরা গ্রামের আবদুল কাদের সরদার, মো. মোশারফ হোসেন, মো. শহিদুল্লাহ খোকন, আমজাদ সরদার ও মো. ছায়ফুল্লাহ।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান, ১১ রাউন্ড শটগানের কার্তুজ ও ৪টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা একটি ডাকাত দলের সদস্য। বেশ কিছুদিন ধরে তারা বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে।
আটক পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com