ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিকে আগুন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০ । ২২:৪৭ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০ । ২২:৫৩

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীল ধানমণ্ডির সিটি কলেজের পাশে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড হয়েছৈ। বুধবার রাত ৮টা ২০ মিনিটে সেখানে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। রাত পৌনে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান। তবে আগুনে তৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ধানমণ্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় এমআরআই কক্ষে গ্যাস ছিল সেখান থেকে আগুন লাগে। পুরো সেন্টার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। কয়েকজন ভয়ে ছাদে উঠে যান। এ ছাড়া বাকিদের নিরাপদে বাইরে আনা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com