
বগুড়ায় ক্রিকেট কোচ মোসলেম উদ্দিনের ইন্তেকাল
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০ । ২০:৪৬
বগুড়া ব্যুরো

মোসলেম উদ্দিন
বগুড়ার প্রিয় ক্রিকেটার ও রাজশাহী বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের কোচ মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালে দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি বগুড়া সদর উপজেলার সূত্রাপুর এলাকার মৃত সদি শেখের ছেলে।
বগুড়া জেলা দলের সাবেক ক্রিকেটার শহীদুল ইসলাম বলেন, বগুড়ার ক্রিকেটের একমাত্র কাণ্ডারি, একজন সফল ক্রিকেটার তৈরির কারিগর ও সফল কোচ ছিলেন মোসলেম উদ্দিন। তিনি জানান, মোসলেম উদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবার নয়নের মণি ছিলেন। সবাই তাকে তার কর্মদক্ষতার জন্য ভালোবাসতেন। তিনি 'আপার বি' লেভেলের কোচ ছিলেন। শফিউল, রিয়াল, তামিম, রিদয়সহ নারী ক্রিকেটার রিতু মনি, কোবরা, শারমিনের মতো জাতীয় ক্রিকেটার তার হাতেই তৈরি।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানান, মঙ্গলবার শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বাদ জোহর জানাজা শেষে নামাজগড় কবরস্থানে মোসলেম উদ্দিনের মরদেহ দাফন করা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com