এখন আর থেমে থাকার সময় নেই: শাকিব খান

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০ । ২২:৫০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০ । ১২:৫৩

বিনোদন প্রতিবেদক

বক্তব্য রাখেন শাকিব খান

'এখন আর থেমে থাকার সময় নেই। কারণ পাশে পেয়েছি আমার বড় ভাই ফারুক সাহেব আলমগীর সাহেবদের মতো বড় সুপাস্টারদের।  তারা আমাকে যে পরিমান উৎসাহিত করছেন তাতে আমার আর বসে থাকার সময় নেই। এগিয়ে যেতে হবে দূর্বার গতিতে। আগে যেমন প্রতি বছরে ২০-২৫টি ছবিতে অভিনয় করতাম সেভাবেই  কাজ করতে করতে। নিজের হাউজ থেকে নিয়মিত ছবি বানাবো এবং অন্য প্রযোজক যারা বসে আছেন তাদের ফিরিয়ে আনতে সহযোগীতা করবো।' 

বুধবার ঢাকা ক্লাবের স্যামসন হলে  'বীর' ছবির মুক্তি উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন চিত্রনায়ক শাকিব খান। 

তিনি বলেন, একটা সময় ছিলো বেশি দিন না।  চারপাঁচ বছর আগের কথা। সকালে এক ছবিতে দুপুরে এক ছবিতে এবং ডাবিং বা রাতে আরেক চলচ্চিতলত্রে কাজ করতাম। এভাবেই চলতো চলচ্চিত্রের কাজ। দারুণ সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছিল আমাদের চলচ্চিত্র।  কিন্তু হঠাৎ করে এক ঝরো হাওয়ায় আস্তে আস্তে চলচ্চিত্রের দুর্দিন নেমে এলো।' 

অনুষ্ঠানে তার আগে শাকিবকে উদ্দেশ্য করে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, অভিনেতা শাকিব খানকে অনুরোধ করে বলছি, বছরে অন্তত ছয়টা ছবি নিজে বানাবেন এবং যে সব প্রযোজক বসে আছেন তাদের যেভাবে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করবেন ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com