দ্রুতগতির মোটরসাইকেল প্রাণ কাড়লো দুই যুবকের

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০ । ২১:৩০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ গেলো দুই যুবকের। এছাড়াও গুরুতর আহত হয়েছে ৩ জন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জেলার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মধ্যপাঁচখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার ইদ্রিস মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর (২২) ও ফারুক শিকদারের ছেলে রাজন শিকদার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে হৃদয় মাতুব্বর ও রাজন শিকদার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তারা মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। এছাড়াও রাজনকে গুরুতর আহত আবস্থায় ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওগাতুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com