বাংলাদেশে ঢুকে পড়া ৪ বিএসএফ সদস্যকে আটকের পর ফেরত

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০ । ২১:৪২

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

সীমান্তে বিজিবি সদস্যদের টহল - ফাইল ছবি

কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য অবৈধভাবে বাংলাদেশে ঢুকে বিজিবির হাতে আটক হয়েছেন। পরে অবশ্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ছেড়ে দিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ সামছুল হক জানান, বিএসএফ সদস্যরা ভারতের একজন চোরাকারবারিকে আটকের জন্য ধাওয়া করেন। চোরাকারবারি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাকে আটকের জন্য বিএসএফের চার সদস্যও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ ভেতরে চলে আসেন।

তিনি জানান, ওই সময় টহলে থাকা বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com