
সেই নীলগাইটির ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০ । ০৯:০০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০ । ০৯:০৩
শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

উদ্ধারকৃত নীলগাই -সমকাল
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে উদ্ধারকৃত সেই বিরল প্রজাতির স্ত্রী নীলগাইটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। পরে আর বন বিভাগ প্রাণীটিকে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠিয়ে দিয়েছে।
শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকার পদ্মা নদীতে নীলগাইটিকে কাদায় আটকে থাকতে দেখে স্থানীয় বিজিবিকে খবর দেয়। পরে মাসুদপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সেটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, ‘সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন ঘাস কাটতে মাঠে গেলে তারা পদ্মা নদীর পাড়ে কাদায় আটকে থাকা অবস্থায় একটি নীলগাই দেখতে পান। পরে সেটিকে উদ্ধার করে রাত ১০টার দিকে রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহী ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ’ বিভাগের ফরেস্টার আশরাফুল ইসলাম জানান, নীলগাইটি স্ত্রী প্রজাতির এবং বিরল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই সেটিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com