
নাঈমের ঘূর্ণি, আরভিনের সেঞ্চুরিতে দিনটা দু’দলেরই
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০ । ০৯:১৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০ । ১৭:২২
অনলাইন ডেস্ক

ছবি: এএফপি
জিম্বাবুয়েকে পেয়ে জ্বলে ওঠার প্রশ্নে একটু রাগই করেছিলেন তাইজুল ইসলাম। কিন্তু তাকেই মূলত জ্বলে উঠতে হতো। বোলিং আক্রমণে তিনিই দলের সবচেয়ে অভিজ্ঞ। উইকেট ‘টেকার বোলার’বলতেও তিনি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন ‘অফ ডে’ গেল তাইজুলের। তবে নাঈম হাসান তার ঘূর্ণি দিয়ে জিম্বাবুয়েকে খুব এগোতে দেয়নি।
সফরকারীরা তাই অধিনায়ক ক্রেগ আরভিনের সেঞ্চুরির পরও প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২২৮রান। একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় দিন শুরু করবেন ৯ রানে অপরাজিত থাকা উইকেটরক্ষক রেগিস চাকাভা। তার সঙ্গী ডোনাল্ড ট্রিপানো।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। কিন্তু শুরুতে বাংলাদেশ পেসার আবু জায়েদের তোপে পড়ে তারা। ইনিংসের অষ্টম ওভারে জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজা ২ রানে জায়েদের বলে ফিরে যান। এরপর ১১১ রানের জুটি গড়ে সফরকারীরা। প্রথম সেশন নিজেদের করে নেয় তারা।
তবে দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট তুলে নেন বাংলাদেশ দলের তরুণ ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান। তিনি প্রিন্স মাসভুরেকে ব্যক্তিগত ৬৪ রানে ফেরান। নাঈম নিজের বলেই ধরেন দারুণ এক ক্যাচ। এরপর ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজাকেও তুলে নেন এই স্পিনার।
তবে একপ্রান্ত আগলে রেখে জিম্বাবুয়েকে টানছিলেন অধিনায়ক ক্রেগ আরভিন। তিনি বাংলাদেশ-জিম্বাবুয়ের শততম আন্তর্জাতিক ম্যাচে খেলেন ১০৭ রানের ইনিংস। অধিনায়ক হিসেবে তুলে নেন প্রথম সেঞ্চুরি। তার ব্যাটেই দারুণ এক দিন কাটানোর আশা দেখছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ বেলায় নাঈম হাসানের অসাধারণ এক বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরভিন। তার আগে টিমিসেন মারুমাকে ফিরিয়ে তৃতীয় সেশনটিও নিজেদের করে নেন আবু জায়েদ। জিম্বাবুয়েকে প্রথম দিনে আড়াইশ’র মধ্যে আটকে দিনটাও নিজেদের করে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ দলের হয়ে নাঈম হাসান ২১ ওভারে ৭৫ রান দিয়ে নেন ৪ উইকেট। আবু জায়েদ ১৬ ওভার হাত ঘুরিয়ে তিনের ওপরে রান দিলেও নেন দুটি উইকেট। পেসার এবাদত দারুণ বোলিং করেন। তিনি কোন উইকেট পাননি। তবে ১৭ ওভারের মধ্যে আটটিই করেছেন মেডেন। ১.৫৩ গড়ে দিয়েছেন মাত্র ২৬ রান। তাইজুলের ‘অফ ডে’ই গেছে বলতে হবে। তিনি ২১ ওভারে ৩.৫৭ রান দিয়েছেন প্রথম দিন উইকেট শূন্য।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com