
ভারত সফরে এক ইতিহাসও গড়বেন ট্রাম্প
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০ । ১৫:২২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০ । ১৫:৫৮
অনলাইন ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)
ভারত সফরে এসে বিরোধী দলের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথমবার এমন ঘটনা ঘটছে।
শেষবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরে গিয়ে বিরোধীদলীয় নেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেছিলেন।
সূত্রের খবর, ট্রাম্প এলে তাকে অভ্যর্থনা জানাতে হাজির থাকবেন রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গুলাম নবি আজাদ। তবে, সরকারিভাবে কংগ্রেসের কোনো প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করবে না। খবর সংবাদ প্রতিদিনের
কংগ্রেসের দাবি, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য তাদের কাছে কোনো প্রস্তাব আসেনি।
দলের বর্ষীয়ান নেতা আনন্দ শর্মা জানিয়েছেন, সাধারণত কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এলে তারা যদি কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করতে চান, তাহলে তাদের পক্ষ থেকে সরকারিভাবে কংগ্রেসকে প্রস্তাব দেওয়া হয়। এবার ট্রাম্পের পক্ষ থেকে তেমন কোনো প্রস্তাব আসেনি।
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট মূলত আহমেদাবাদ ও উত্তরপ্রদেশে সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তার।
আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে তাকে স্বাগত জানাতে ‘নমস্তে প্রেসিডেন্ট ট্রাম্প’ নামের একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্টের যাওয়ার কথা গান্ধীজির স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমেও।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com