
বালির ট্রাকে চাঁদাবাজি, ঢাবির ২ ছাত্র গ্রেপ্তার
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০ । ১৮:২১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০ । ২০:২৮
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জুবায়ের আহমদ শান্ত ও আল আমিন
রাজধানীতে ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার ভোর চারটার দিকে হাইকোর্ট এলাকা থেকে তাদের আটক করে টহল পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শিক্ষার্থীদের একজন অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন (২১)। তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। অপরজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমদ শান্ত (২০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আল আমিন ও জুবায়ের আহমেদ শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।
ওসি আবুল হাসান জানান, হাইকোর্টের পাশে পানির পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে চাঁদা দাবি করে ওই দুই ছাত্র। চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাকের চালক ও সুপারভাইজারকে মারধর করে। এ সময় তাদের হাতে কোনো নগদ টাকা না থাকলেও বিকাশ থেকে পিন নম্বর নিয়ে সব টাকা ছিনিয়ে নেয় ওই দুই শিক্ষার্থী। পরবর্তীতে ট্রাকের একজন কৌশলে পাশে অবস্থানরত পুলিশকে জানালে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় ওই দুই শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, 'আটকের বিষয়টি শাহবাগ থানা আমাকে অবহিত করেছে। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com