সিএএবিরোধী বিক্ষোভে দিল্লি রণক্ষেত্র, পুলিশসহ নিহত চার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০ । ০৮:৩৬

সমকাল ডেস্ক

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। ২৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সোমবার ফের রণক্ষেত্রে পরিণত হলো রাজধানীর উত্তর-পূর্ব জাফরাবাদের মৌজপুর ও ভজনপুর এলাকা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। 

এতে রতন লাল নামে একজন হেড কনস্টেবলসহ চারজন নিহত ও একজন ডেপুটি কমিশনারসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এ পরিস্থিতিতে রাজধানীর ১০টি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই হতাহতের এ ঘটনাটি ঘটল। খবর এনডিটিভির।

প্রাথমিকভাবে জানা যায়, বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান কনস্টেবল রতন লাল। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিস্তল হাতে এক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে। তবে গুলিবিদ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। 

বিতর্কিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিক্ষোভকারীরা এ সময় একে অপরের দিকে পাথর নিক্ষেপ করতে থাকে। এ সময় বহু যানবাহন ও দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে এলাকাটি একেবারে রণক্ষেত্রে পরিণত হয়। 

বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। মৌজপুর মেট্রো স্টেশনের সামনে ও কবীরনগর এলাকাতেও সোমবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাইরাল কিছু ভিডিওতে একদল যুবককে 'জয় শ্রীরাম' বলতে শোনা গেছে।

এক ভিডিওতে দেখা গেছে, একটি অটোরিকশায় আগুন জ্বলছে। অন্য এক ভিডিওতে বাড়িতেও আগুন জ্বলতে দেখা গেছে। মৌজপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে দিল্লি পুলিশ। চাঁদবাগে লাঠিচার্জ করা হয়। পরে এলাকার শান্তি ফেরাতে আধা সেনাবাহিনী মোতায়েন করা হয়। 

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির উপ-রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গুজরাট থেকে ফিরে অমিত শাহর জরুরি বৈঠক করার কথা রয়েছে। এর আগে রোববারও সংঘর্ষের ঘটনা ঘটে।

জাফরাবাদে প্রায় এক হাজার নারী শনিবার রাত থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। সে অঞ্চলের কাছেই সংঘর্ষ শুরু হয় রোববার বিকেলে। সোমবার স্থানীয় সময় সকালে আহমেদাবাদ পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ অবস্থায় দিল্লি রণক্ষেত্রে পরিণত হলো।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com