ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০ । ১১:২১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০ । ১১:২২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাইভেটকারচালক সেতু বিশ্বাস (৩২) নিহত হয়েছেন।

এসময় প্রাইভেটকারের অপর চার যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু বিশ্বাস গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার মিন্টু বিশ্বাসের ছেলে। সেতু ঠিকাদারী ব্যবসা করতেন।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডুমদিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি ট্রাকের মধ্যে ঢুকে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক সেতুসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেতু মারা যান। আহত অন্য চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com